ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ: বাসের ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহী যুবকের। শনিবার সকালে খণ্ডঘোষ থানার আমিলা বাজারে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন সুকান্ত রানা (২০) এবং অনিমেষ মল্লিক (২১)। তাঁদের বাড়ি যথাক্রমে রায়নার উদগড়া এবং সেহারাবাজারে। তাঁরা দুই বন্ধু৷
