---Advertisement---

বিজেপির পূর্ব বর্ধমানের সম্ভাব্য প্রার্থী কারা, জেনে নিন

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় বিজেপি প্রার্থী কারা হতে পারেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে। অসমর্থিত সূত্রে জানা গেছে, বর্ধমান দক্ষিন কেন্দ্রে শোনা যাচ্ছে ডাঃ সোমরাজ ব্যানার্জী (এস আর ব্যানার্জি),সঙ্গীতা সান্যাল অথবা সন্দীপ নন্দীর নাম। মেমারিতে সুনীল গুপ্ত অথবা মৌমিতা মিশ্র বিশ্বাস। জামালপুর কেন্দ্রে শোনা যাচ্ছে পরেশ চন্দ্র দাস অথবা তপন বাছারের নাম। 

গলসী কেন্দ্রে ডাঃ সৌমিত্র মণ্ডল অথবা নির্মল কর্মকার কে দল প্রার্থী করতে পারেন। খণ্ডঘোষ কেন্দ্রে প্রফেসর ভক্ত মণ্ডল এর নাম শোনা যাচ্ছে। রায়না কেন্দ্রে সন্তোষ রায় অথবা তপন রায়। ভাতার কেন্দ্রে প্রবাল রায় অথবা অঞ্জন মুখার্জি । বর্ধমান উত্তর কেন্দ্রে ডাঃ সৌমিত্র মণ্ডল অথবা প্রবাল রায়ের নাম শোনা যাচ্ছে।

 এরই মধ্যে ডা. সৌমিত্র মণ্ডল যিনি কিনা সদ্য তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন সাংসদ সুনীল মণ্ডলের ছেলে। তাঁকে দাঁড় কারানোর চেষ্টা চলছে। সেক্ষেত্রে বর্ধমান উত্তর কেন্দ্রে কিংবা গলসী কেন্দ্র থেকেও তাঁকে দাঁড় করানোর জন্য প্রবল চাপ রয়েছে। শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার বিজেপির পূর্ব বর্ধমান জেলার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। আর তার আগে বিভিন্ন আসনে শাসক দলের প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রার্থী কারা হতে পারেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

See also  বর্ধমানের পালিতপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, রাতে আটক ১২জন, চরম উত্তেজনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---