বিজেপির বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ ১৪জনকে শোকজ করল বিজেপির রাজ্য কমিটি, তীব্র আলোড়ন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: জেলা সদর কার্যালয় ভাঙচুরের ঘটনায় বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ নন্দী সহ ১৪ জনকে শোকজ করল দলের রাজ্য কমিটি। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে রাজ্যজুড়ে। দলীয় সূত্রে জানতে পারা গেছে,

বিজ্ঞাপন
সেদিনের ঘটনায় জেলা সভাপতি সন্দীপ নন্দীর বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।
শোকজ লেটারে বলা হয়েছে ওইদিন দলীয় কর্মীরা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তাতে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিজেপির রাজ্য কমিটির সূত্রে এও জানা গেছে, সন্দীপ নন্দী সহ আরো ১৪জনের বিরুদ্ধেও
ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা সংগঠিত করার অভিযোগ আনা হয়েছে। এমনকি অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছে দলের রাজ্য কমিটি। পাশপাশি আগামী সাত দিনের মধ্যে  শোকজের জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দলের আদি ও নব্য  দু পক্ষেরই নেতা কর্মীদেরই এক্ষেত্রে শোকজ চিঠি ধরানো হয়েছে। এই ঘটনায় দল দলীয় পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করেছিল। বিজেপির একাধিক রাজ্য নেতৃত্ব সেইদিন বর্ধমানের দলীয় কার্যালয় আক্রান্ত হওয়ার পর জানিয়েছিলেন, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত ও পিকের টাকা রয়েছে। আর এই ঘটনার কয়েকদিনের মধ্যেই খোদ বিজেপির রাজ্য কমিটির পক্ষ থেকে জেলা বিজেপির ১৪জনকে শোকজ করার ঘটনায় কার্যত দলের গোষ্ঠী দ্বন্দ্বের কথাই মেনে নিল বিজেপির রাজ্য কমিটি বলে শাসকদল তথা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আরো পড়ুন