ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রবি ঠাকুরের গল্পগুচ্ছ জীবিত ও মৃত গল্পে কাদম্বিনীকে শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করতে হয়েছিল সে আগে মরেনি। আর রবি ঠাকুরের সেই গল্পের মতই মঙ্গলবার বর্ধমান শহরের ৩২নং ওয়ার্ডে নিজের হাতে তৃণমূল কংগ্রেসের বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সমর্থনে দেওয়াল লিখন করে প্রাক্তন কাউন্সিলার রত্না রায় দেখালেন তিনি তৃণমূলেই আছেন বিজেপিতে যাননি।
সুরভি রায়ের পরিবর্তে অনেকেই মনে করতে শুরু করেন একদা সমীর রায়ের ছায়াসঙ্গী এবং বোন বলে পরিচিত রত্না রায়ও বিজেপিতে যোগ দিয়েছেন। কার্যত এই অবস্থায় রীতিমত বিড়ম্বনায় পড়েন খোদ রত্না রায়। আর তাই মঙ্গলবার সকালেই তিনি তাঁর ৩২নং ওয়ার্ডে খোকন দাসের সমর্থনে দেওয়াল লিখন করে জানান দিলেন তিনি বিজেপি নয়, তৃণমূলেই আছেন।
তৃণমূল নেত্রী রত্না রায় অবশ্য জানিয়েছেন, কে কি ভাবলো তা নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কে আরো শক্ত করতে তিনি যেমন প্রথম থেকেই দলের একজন সৈনিক ছিলেন, আজও একই ভাবে তিনি তাঁর দায়িত্ব পালন করে চলেছেন।