---Advertisement---

বিদ্যাসাগরের জন্মদিন পালিত হল যথাযোগ্য সম্মানের সঙ্গে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সাড়া রাজ্যের পাশাপাশি শনিবার পূর্ব বর্ধমান জেলাতেও বিদ্যাসাগরের জন্মদিন পালিত হল যথাযোগ্য সম্মানের সঙ্গে। এদিন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত গলসীর মানকড় হাইস্কুলে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে জন্মজয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া।

বিজ্ঞাপন

একইসঙ্গে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে এদিন আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরেরও। এরই পাশাপাশি এদিন মাড়ো গ্রামে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নতুন গুদাম ঘর ও অফিস গৃহ নির্মাণ কর্মসূচীর উদ্বোধনও করেন শম্পা ধাড়া।

অন্যদিকে এদিন বর্ধমানের গোলাপবাগের বিজ্ঞান কেন্দ্রে বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন করেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ বহু বিশিষ্ট জন।

See also  একসাথে ১৬জন পুলিশ কর্মী করোনা পজিটিভ, বন্ধ হয়ে গেলো খণ্ডঘোষ থানা, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---