বিধাননগর পুরনিগমের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্দল প্রার্থীর, শোরগোল

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা: রাজ্যের চারটি পুরনিগমের ভোট আগামী ১২ ফেব্রুয়ারি। আর তার আগেই সরগরম হতে শুরু করেছে বিধাননগর থেকে চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগম এলাকা। বিধাননগর পুরনিগমের আসন্ন পৌর নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তপন কুমার সাহা তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ নাগের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরে আদালত ও রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিধাননগর এলাকায়। 

বিজ্ঞাপন

নির্দল প্রার্থী তপন কুমার সাহা এক সাংবাদিক সম্মেলন করে সরাসরি অভিযোগ করেছেন, ২০নং ওয়ার্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী প্রসেনজিৎ নাগ ভুয়ো তথ্য পেশ করেছেন নির্বাচন কমিশনের কাছে। এবিষয়ে তিনি ইতিমধ্যেই আদালত এবং রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, প্রসেনজিৎ নাগ তফসিলি জাতিভুক্ত না হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের কাছে নিজেকে এস সি জানিয়ে তথ্য পেশ করেছেন। তপন কুমার সাহা আরো অভিযোগ করেছেন, প্রসেনজিৎ নাগের বিরুদ্ধে একটি সই জাল করে প্রতারণার অভিযোগ আদালতে বিচারাধীন এবং আরো একটি ফৌজদারি মামলা রয়েছে বারাসত আদালতে। এই বিষয়টিও গোপন রেখে রাজ্য নির্বাচন কমিশনকে তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে মিথ্যা তথ্য পেশ করেছেন প্রসেনজিৎ নাগ। 
ইতিমধ্যে তপন কুমার সাহা রাজ্য নির্বাচন কমিশনে এই দুটি বিষয় খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের চিপ সেক্রেটারি ইতিমধ্যে উত্তর ২৪পরগনা জেলার জেলাশাসক এবং জেলা পৌর নির্বাচন আধিকারিক কে অভিযোগের বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। 

আরো পড়ুন