ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় এবছর ১৮ হাজার প্রতিবন্ধী ভোটার রয়েছেন। কিন্তু আদপেই তাঁরা প্রতিবন্ধী কিনা তা যাচাইয়ের জন্য ৪০ শতাংশ প্রতিবন্ধীর সার্টিফিকেট থাকতে হবে ভোটারদের। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ হাজার প্রতিবন্ধী ভোটারের পাশাপাশি ৫৪ হাজার ৮৩৬জন আশি উর্ধ ভোটারও রয়েছেন। আর এই দুই ধরণের ভোটারদের জন্য এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরী করা হয়েছে ৪৬৩ টি পোলিং পার্সোনাল টিম। প্রতি টিমে ২ জন পোলিং পার্সোনাল, ভিডিও, পুলিশ কর্মী ছাড়াও থাকবে রাজনৈতিক দলের এজেন্টরাও।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৮০ উর্দ্ধ বৃদ্ধ, কোভিড রোগী এবং প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে পোষ্টাল ব্যালটে ভোট নেওয়া হবে। ভোট ঘোষণার পর সংশ্লিষ্ট বুথ লেবেল রিটার্নিং অফিসাররা সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে যাবেন ফর্ম ১২ ডি নিয়ে। সেটায় আবেদন করতে হবে পোষ্টালের জন্য। উল্লেখ্য, এবছর পূর্ব বর্ধমান জেলায় মোট ৪০ লক্ষ ৩৫ হাজার ৪১৮জন ভোটার থাকছেন। মোট ভোটারের মধ্যে পুরষ ভোটার রয়েছেন ২০ লক্ষ ৪৭ হাজার ৯২৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১৯ লক্ষ ৮৭ হাজার ৪০৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫ জন।