
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: করোনা সংক্রমণ রোধে প্রশাসনিক বিধি নিষেধের মধ্যেই কিছু মানুষ অহেতুক বাইরে বের হওয়ায় এবার গোটা জেলা জুড়েই পুলিশ ব্যবস্থা নিতে শুরু করে দিল। চলতি লকডাউনে একদিকে যেমন প্রতিটি থানা এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইক নিয়ে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। তেমনি এবার বাইরে বের হওয়া মানুষদের কাছ থেকে রীতিমত কারণ দর্শানোর রাস্তায় নামল পুলিশ। রবিবার সময়ের বাইরে রাস্তায় বার হওয়ার জন্য কার্জন গেটের সামনে ট্রাফিক পুলিশ একাধিক ব্যক্তিকে ভর্তসনাও করেন। যাঁরা সঠিক কারণ দর্শাতে পেরেছেন তাঁদের ছেড়ে দেওয়া হলেও যাঁরা সঠিক কারণ দর্শাতে পারলেন না, তাঁদের ট্রাফিক আইন মোতাবেক দেওয়া হল কেসও।