---Advertisement---

বিধিনিষেধের মধ্যে বর্ধমানের রাস্তায় অকারণে বেরিয়ে ট্রাফিক আইনে কেস

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: করোনা সংক্রমণ রোধে প্রশাসনিক বিধি নিষেধের মধ্যেই কিছু মানুষ অহেতুক বাইরে বের হওয়ায় এবার গোটা জেলা জুড়েই পুলিশ ব্যবস্থা নিতে শুরু করে দিল। চলতি লকডাউনে একদিকে যেমন প্রতিটি থানা এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইক নিয়ে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। তেমনি এবার বাইরে বের হওয়া মানুষদের কাছ থেকে রীতিমত কারণ দর্শানোর রাস্তায় নামল পুলিশ। রবিবার সময়ের বাইরে রাস্তায় বার হওয়ার জন্য কার্জন গেটের সামনে ট্রাফিক পুলিশ একাধিক ব্যক্তিকে ভর্তসনাও করেন। যাঁরা সঠিক কারণ দর্শাতে পেরেছেন তাঁদের ছেড়ে দেওয়া হলেও যাঁরা সঠিক কারণ দর্শাতে পারলেন না, তাঁদের ট্রাফিক আইন মোতাবেক দেওয়া হল কেসও। 

পুলিশের এই ভূমিকায় রীতিমত খুশী সাধারণ মানুষ। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক শিবশংকর ঘোষ জানিয়েছেন, গতবছর পুলিশের যে কড়াকড়ি ছিল এবার তা নেই। আরও কড়াকড়ি করা দরকার। কিছু মানুষের জন্য সকলকে বিপদে ফেলা ঠিক নয়। তিনি জানিয়েছেন, মানুষ সচেতন কিন্তু তা সত্ত্বেও কাজের অছিলায় তাঁরা বাইরে বার হচ্ছেন। করোনা মোকাবিলায় পুলিশকে আরও কড়া হওয়া উচিত বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে, পুলিশের এই কড়াকড়ি সম্পর্কে বর্ধমানের বাসিন্দা ব্যবসায়ী তারক সাহা জানিয়েছেন, পুলিশ সাধারণ মানুষের হয়ে কাজ করছে। তাদের এই ভূ্মিকা যথেষ্টই ভাল।

See also  একদিকে সভাধিপতি অন্যদিকে বিধায়ক, এবার আরো বাড়তি দায়িত্ব পেলেন শম্পা ধাড়া
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---