বৃদ্ধের হারিয়ে যাওয়া পেনশনের টাকা ফেরত দিলেন সিভিক ভলান্টিয়ার

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: লকডাউনের মধ্যেই কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন ভাতার থানা দুই সিভিক ভলেন্টিয়ার। জানা গেছে, ভাতার বাজারে একটি রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে পেনশনের টাকা তুলে ব্যাঙ্কের সামনে ব্যাগ ভুল করে ফেলে চলে গিয়েছিলেন ভাতার থানার বলগোনা গ্রামের বাসিন্দা শশধর সামন্ত(৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।
ব্যাগে দশ হাজার সাতশো টাকা সহ কিছু দরকারি কাগজপত্র ছিল। বাড়ি ফিরে স্বাভাবিকভাবেই তিনি ব্যাগ খুঁজে না পেয়ে দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন। এই ঘটনার বিষয়ে শশধর বাবু ভাতার থানায় পৌঁছে বিস্তারিত জানান। এদিকে এরই মধ্যে ব্যাগটি কুড়িয়ে পান সুদীপ্ত হাজরা ও শিবা ঘরুই নামে কর্মরত ভাতার থানার দুই সিভিক ভলেন্টিয়ার।
তারা ব্যাগটি নিয়ে ভাতার থানায় এসে ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা করেন। এরপর ব্যাগে থাকা পাশবইয়ে নাম দেখে পুলিশ যোগাযোগ করেন শশধর বাবুর সাথে। সব তথ্য যাচাই করার পর শশধর বাবুর বাড়িতে গিয়ে ব্যাগটি ফেরত দিয়ে আসে ভাতার থানার পুলিশ। সিভিক ভলেন্টিয়ার দের এই মানবিক উদ্যোগে খুশি ভাতার এলাকার মানুষজন।