---Advertisement---

বোমা বিস্ফোরণে উড়ে গেল মাটির বাড়ির ছাদ, আহত তিন, তীব্র চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: বোমা বিস্ফোরণে উড়ে গেল মাটির বাড়ির ছাদ। ঘটনায় জখম তিন জন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শুত্রুবার ভোর রাতে পূর্ব বর্ধমানের ভাতারের বানেশ্বরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে আচমকা বিকট শব্দে ঘুম ভাঙ্গে গ্রামবাসীদের। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে মাটির বাড়িটি ভেঙ্গে পড়েছে। মাটি নিচে চাপা পড়ে আছে বাড়ির মালিক জামরুল মল্লিক, স্ত্রী মাজেদা বিবি ও ছেলে লালচাঁদ মল্লিক।

বিজ্ঞাপন

স্থানীয় মানুষজন জন আহতদের উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে জামরুল মল্লিক ও লালচাঁদ মল্লিক কে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। মাজেদা বিবি চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ জামরুল মল্লিক ও লালচাঁদ মল্লিক কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘরের মধ্যে মজুত বোমা থেকেই বিস্ফোরণ ঘটতে পারে। সমগ্র বিষয়টি তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকে। এই ঘটনার জেরে রীতিমতো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

See also  যে কোনো মুহূর্তে পূর্ব বর্ধমানকে গ্রীন জোন ঘোষণা, তবু লাটে উঠছে লকডাউন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---