---Advertisement---

ভাতারে বাস দুর্ঘটনা, আহত প্রায় ২০জন যাত্রী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: ভাতারের মুরাতিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। মঙ্গলবার দুপুরে ভয়াবহ এই দুর্ঘটনায় ২০জন বাস যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহতদের স্থানীয় মানুষ উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চারজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক থাকায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর একটা নাগাদ গুসকরা থেকে ভায়া বলগোনা হয়ে মালডাঙা যাচ্ছিল একটি বাস। ভাতার থানার মুরাতিপুরের কাছে একটি অন্য গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে ঢুকে যায়। আচমকা দ্রুত গতিতে যাওয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসের ভিতর যাত্রীরা বেসামাল হয়ে পড়েন। ঝাঁকুনিতে প্রায় সকলেই কম বেশি আহত হয়। স্থানীয় লোকজন দুর্ঘটনার পরই ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন যাত্রীরা বলেই প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন।
                                           ছবি – ইন্টারনেট
See also  বর্ধমানে গোডাউনে আগুন, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---