ভাতারে বোমা তৈরি করার অভিযোগে হাতেনাতে পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি
ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: রাতের পুলিশি অভিযানের সময় আচমকাই বোমার আওয়াজ শুনে এলাকা থেকে পুলিশ বোমা বাঁধার সময় হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে ভাতার থানার মাহাতা গ্রাম সংলগ্ন এলাকায়। ধৃতের নাম জগন্নাথ ঘোষ। বাড়ি ভাতার থানারই মাহাতা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান মুরাতিপুর গুসকরা রোড ধরে যাওয়ার সময় মাহাতা গ্রাম সংলগ্ন এলাকা থেকে বিকট শব্দের আওয়াজ আসে। আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যায় টহলরত পুলিশ কর্মীরা। মাহাতা গ্রাম ঢোকার মুখে কয়েকজনকে ছুটে পালাতে দেখে পুলিশ। সন্দেহ আরও বেড়ে যায়। তড়িঘড়ি পুলিশ ওই এলাকায় পৌঁছাতেই পুলিশের জালে ধরা পড়ে জগন্নাথ ঘোষ নামে এক ব্যক্তি। পুলিশ তার কাছ থেকে কিছু বোমার মশলা ও সুতলি দড়ি উদ্ধার করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত জগন্নাথ সহ বেশ কয়েকজন বোমা বাঁধছিল। বোমা বাঁধার পর পরীক্ষার জন্য একটি বোমা ফাটায় তারা। তবে কি উদ্দেশ্যে তারা এই বোমা বাঁধছিল তদন্ত শুরু করছে ভাতার থানার পুলিশ। সোমবার ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ।