ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: মানুষ খেতে পাচ্ছে না, এদিকে লকডাউনের মধ্যে মাছ ভাজছে আর মদ খাচ্ছে। আর বাড়িতে এসে ঝামেলা, মারধোর করছে পুরুষরা – গ্রামের অধিকাংশ মহিলাদের কাছ থেকে এমনই অভিযোগ পেয়ে মঙ্গলবার আবগারি দপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালালো ভাতারের বড়বেলুন গ্রামে।
আবগারি দফতরের ভাতার সার্কেলের আধিকারিক প্রকাশ রায় জানান, তাঁদের কাছে বারবার অভিযোগ আসছিল বড়বেলুন গ্রামে প্রচুর পরিমাণ চোলাই মদ তৈরী হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি এই মদ তৈরি করছে এবং বিক্রি করছে। আর এরপরই এদিন ভাতার থানার পুলিশ ও আবগারি দপ্তর অভিযান চালায় বড়বেলুন উত্তরপাড়া এলাকায়।
তিনি জানিয়েছেন, এদিন ৪০লিটার তৈরি মদ নষ্ট করা হয়েছে, পাশাপাশি প্রায় ১৩০ লিটার চোলাই তৈরির কাঁচামাল সহ বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত কাউকেই গ্রেফতার করা যায়নি। প্রকাশ বাবু জানিয়েছেন, এই ধরণের অভিযান লাগাতার চলবে। পাশাপাশি চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধরার জন্য তল্লাশি চলছে।