---Advertisement---

ভিখারির বেশে বাড়িতে ঢুকে চুরি, পুলিশি তৎপরতায় গ্রেপ্তার ঝাড়খন্ডের মহিলা, উদ্ধার সোনা, নগদ

Souris Dey

Published

বাড়িতে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে ভিক্ষা করার নামে এসে বাড়ি থেকে বেশকিছু সোনার গহনা ও নগদ টাকা হাতিয়ে পালিয়ে গিয়েছিল এক অজ্ঞাত পরিচয় মহিলা। বিষয়টি বুঝে ওঠার পরই পরিবারের পক্ষ থেকে পুলিশ কে জানানোর পর অতি তৎপরতা ও দক্ষতার সঙ্গে চোর কে ধরার পাশাপাশি ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা তার অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলা ঝাড়খন্ডের বাসিন্দা। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তের স্বার্থে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ কাটোয়া থানায় খবর আসে কাটোয়া থানার অন্তর্গত সুদপুর গ্রামের পালপাড়ায় রবিন পাল নামে এক ব্যক্তির বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে একজন অজ্ঞাত পরিচয় মহিলা ভিখারির বেশে বাড়িতে ঢুকে বেশ কিছু সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কাটোয়া থানার পুলিশ দ্রুত তদন্তে নামে। সি সি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একজন সন্দেহভাজন মহিলাকে সনাক্ত করে। ঐ মহিলার গতিবিধি লক্ষ্য করে পুলিশ জানতে পারে ওই মহিলা মন্তেশ্বর হয়ে কালনার দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই মহিলার ছবি পার্শ্ববর্তী সমস্ত থানায় পৌঁছে দিয়ে নজর রাখার জন্য বলা হয়।

এরপর বুধবার কালনা থানার পুলিশের তৎপরতায় ওই সন্দেহভাজন মহিলাকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসবাদে আটক মহিলা তার অপরাধ স্বীকার করে নেয়। আর এরপরই ওই মহিলা কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বুলবুলিতলা এলাকার একটি গোপন ডেরায় চুরি করা সামগ্রী রাখা রয়েছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে চুরি যাওয়া টাকা ও গহনা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলাকে আরো জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আগামীকাল কাটোয়া আদালতে পেশ করা হবে।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---