ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: মঙ্গলকোট বার গ্রামে চলল গুলি। তৃণমূল বুথ এজেন্টকে জমিতে ফেলে মারধর। একদিকে বন্দুকের গুলি চালানো নিয়ে অভিযোগ বিজেপির আর অন্যদিকে তৃণমূল বুথ এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের। এলাকায় তুমুল উত্তেজনা। কিছুক্ষণের জন্য ভোট প্রক্রিয়া বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তৃণমূলের বুথ সভাপতি জগন্নাথ মন্ডল অভিযোগ করেছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকা ঘিরে তার উপর হামলা চালায়। কাপড়ের মধ্যে পাথর বেঁধে তার মাথায় আঘাত করা হয়। বাঁশ দিয়ে পেটানো হয়। তিনি অভিযোগ করেছেন, এই এলাকায় বিজেপির কোনো ভোট নেই, তাই সন্ত্রাস সৃষ্টি করে ভোট লুঠ করার চেষ্টা করছে বিজেপির দুষ্কৃতীরা।
অন্যদিকে বিজেপি নেতা দেবকুমার মন্ডল অভিযোগ করেছেন, নদীর ওপার থেকে এসে বীরভূমের তৃণমূলের দুষ্কৃতীরা বোমা, গুলি চালিয়েছে বিজেপি কর্মীদের উপর। তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। বিজেপির কেউ তৃণমূলের ওপর হামলা করেনি। ওরা নাটক করছে।