ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ততই বাড়ছে। এবার তৃণমূলের এক বুথ সভাপতিকে খুন করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে মঙ্গলকোট থানা এলাকায়। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন নিগন গ্রামের তৃণমূলের ১৯৭ নম্বর বুথ সভাপতি সঞ্জিত ঘোষ। অভিযোগ, বাড়ি ঢোকার মুখে নিগন গ্রামে তাকে রাস্তায় ফেলে,লাঠি দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তার গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই সময় তার সঙ্গে থাকা মঙ্গলকোটের সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাহিম শেখকেও মারধর করে দুষ্কৃতীরা। তবে তার মাথায় হেলমেট থাকায় চোট গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পরই সঞ্জিত ঘোষ কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কাটোয়া হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন সন্ধ্যায় মারা যান সঞ্জিত ঘোষ।