---Advertisement---

মঙ্গলকোট থানার পুলিশের তৎপরতায় ৩০ বস্তা রেশনের চাল আটক

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: পুলিশের টহলদারির সময় সন্দেহজনক একটি ট্রাক আটকের পর ৩০বস্তা রেশনের চাল উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। 
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার মঙ্গলকোট থানার এএসআই গিয়াসউদ্দিন মন্ডল নতুনহাট-গুসকরা রাস্তায় টহলরত অবস্থায় ছিলেন। সেই সময় দ্রুত গতিতে একটি ম্যাক্স ট্রাক নতুনহাট থেকে গুসকরা দিকে যাচ্ছিল। কর্তব্যরত পুলিশ অফিসার ট্রাকটিকে দাঁড় করাতে চাইলে, ট্রাকটি না দাড়িয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। 
সঙ্গে সঙ্গে পুলিশ সেই গাড়ির পিছনে ধাওয়া করে। কিছুদুর যাওয়ার পর ট্রাকের ড্রাইভার ও খালাসী রাস্তার পাশে গাড়ী থামিয়ে পালিয়ে যায়। পুলিশ গিয়ে গাড়ির মধ্যে থেকে ৩০ বস্তা রেশনের চাল বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি গাড়িটিকেও আটক করেছে মঙ্গলকোট থানার পুলিশ। এই চাল কোথা থেকে কোথায় যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই কাজের সঙ্গে অন্য আর কারা যুক্ত রয়েছে তারও তদন্ত করছে মঙ্গলকোট থানার পুলিশ।

See also  মাটি কাটার সময় নর কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য জামালপুরে, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---