মণিপুর থেকে ট্রাকে ৮২৪কেজি গাঁজা ডেলিভারি দিতে এসে পূর্বস্থলীতে গ্রেপ্তার ৫ মাদক কারবারি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলী: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী তে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে ধরা পড়ল এক ট্রাক ভর্তি গাঁজা। যার পরিমান প্রায় ৮২৪কেজি বলে এসটিএফ সূত্রে জানা গেছে। পাশপাশি এই কারবারের সঙ্গে যুক্ত পূর্বস্থলীর দুজন সহ দুজন মণিপুরের বাসিন্দা এবং একজন আসামের বাসিন্দাকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। রবিবার ভোরে আগাম খবরের ভিত্তিতে পূর্বস্থলী থানার পুলিশ ও এসটিএফ যৌথভাবে শিবতলা এলাকায় মরণ বালা নামে এক ব্যক্তির বিলাসবহুল বাড়িতে হানা দেয়। সেখানেই মণিপুর থেকে আসা একটি ১২চাকার ট্রাক কে আটক করে পুলিশ। ট্রাকে তল্লাশি চালিয়ে ভিতরে গোপন আস্তানা থেকে প্রায় সাড়ে আট কুইন্টাল নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার হয়। 

বিজ্ঞাপন
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মণিপুর থেকে ট্রাক বোঝাই করে এ রাজ্যে আনা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মরণ বালা ও তার ছেলে শুভ বালা কে গ্রেপ্তারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই তাদের দোষ স্বীকার করেছে। তদন্তকারী পুলিশ জানতে পেরেছে, ধৃত মরণ বালাই এই গাঁজার কারবার চালাতো। মণিপুর থেকে এদিন বিপুল পরিমাণ এই গাঁজা ডেলিভারি দিতে এসেছিল দুই ব্যক্তি।  এর আগেও একাধিক বার মণিপুরের মাদক পাচারকারীরা গ্রেফতার হয়েছে এই রাজ্যে। সেই চক্রের সঙ্গে ধৃত পাঁচজন ছাড়াও আরো কাদের যোগাযোগ আছে তাও খতিয়ে দেখছে তদন্তকারী অফিসারেরা।

আরো পড়ুন