ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: অবরোধ, বনধের রাজনীতিতে না-বিশ্বাসী বর্তমান তৃণমূল কংগ্রেস সমর্থকদের দীর্ঘদিন পর বাঁধ ভাঙল বুধবার সন্ধ্যে থেকে। দল না চাইলেও এবং খোদ দলের সুপ্রিমোর নিষেধাজ্ঞা এক ধাক্কায় উবে গেল খোদ দলের সুপ্রিমোর আহত হবার ঘটনায়। নন্দীগ্রামে প্রচার অভিযানে মমতা বন্দোপাধ্যায়ের আহত হবার ঘটনায় বিজেপিকে নিশানা করে বুধবার সন্ধ্যে থেকেই উত্তাল হল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে, বুধবার রাতেই এই ঘটনার প্রতিবাদে বর্ধমানের শক্তিগড়ে জিটিরোড অবরোধে নেতৃত্ব দেন বর্ধমান উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিশীথ মালিক। এদিকে, বৃহস্পতিবার সকালে বর্ধমান টাউন তৃণমূল হকার্স কংগ্রেসের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে জিটি রোড অবরোধ করা হয়। নেতৃত্ব দেন দলের মুখপাত্র প্রসেনজিত দাস। বেশ কিছুক্ষণ সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন টায়ার জ্বালিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।