ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শুক্রবার সন্ধ্যায় মরসুমের প্রথম কালবৈশখীর বৃষ্টিতে স্বস্তি ফিরল বর্ধমান শহরের জনজীবনে। স্বস্তি ফিরলেও প্রবল ঝর ও বৃষ্টির জেরে নাজেহাল হতে হল শহরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিহীন অবস্থায় কাটাতে হল শহরের বহু এলাকার গৃহস্থদের। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে রাত সাড়ে ১১টার মধ্যেই প্রায় ৯০শতাংশ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করে দেয় বিদ্যুৎ কর্মীরা বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়। বিদ্যুৎ দপ্তর সুত্রে জানা গেছে, এদিন ঝর ও বৃষ্টির পরে শহরের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর মূল কারণ হিসেবে বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এবং ক্রমাগত বিদ্যুৎ সরবরাহ করতে থাকায় ফিডার ও ট্রান্সফরমার গুলো রীতিমত গরম হয়েছিল। এদিন মরসুমের প্রথম বৃষ্টি শুরু হতেই তেতে থাকা এইসব যন্ত্রাংশ গুলোতে জল পেয়ে আচমকাই ঠান্ডা হতে শুরু করে। আর এর ফলেই নেমে আসে বিপর্যয়। বসে যায় ১১হাজার কিলো ভোল্টের ফিডার। শহরের মধ্যে থাকা বেশ কয়েকটি সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে শহরের অধিকাংশ এলাকাই অন্ধকারে ডুবে যায়।