ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: হাওড়া-বর্ধমান কর্ড লাইনের মশাগ্রাম এবং চাঁচাইয়ের মাঝে আচমকাই ৬২নং রেলগেটকে বন্ধ করে দেবার ঘটনায় রেল অবরোধ করল মোহনপুর গ্রামের বাসিন্দারা। রবিবার সকালে আচমকা এই অবরোধের জেরে বহু ট্রেন আটকে পড়ে। পরে রেল পুলিশের আশ্বাসে ৪০ মিনিট অবরোধ চলার পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীরা জানিয়েছেন, রেল পুলিশের আশ্বাসে তাঁরা অবরোধ তুললেও রেল কর্তৃপক্ষ তাঁদের দাবী না মানলে আরও বৃহত্তর আন্দোলন করবেন তাঁরা।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, রেল কর্তৃপক্ষ এই ৬২নং রেলগেটটিকে বন্ধ করার পরিকল্পনা করছেন। গ্রামবাসীরা জানিয়েছেন, এই এলাকায় দুটি বিদ্যালয় রয়েছে। রয়েছে একটি আইটিআই কলেজ। পড়ুয়াদের সেখানে যেতে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি চাষী ও গ্রামবাসীদের সমস্যায় পড়তে হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে। তাই বাধ্য হয়েই এদিন তাঁরা রেল অবরোধ করেছেন। এদিকে, আটকে পড়া ট্রেন গুলোকে গেট না ফেলে ম্যানুয়াল সিগন্যালের মাধ্যমে ধাপে ধাপে পাস করানো হয়। গ্রামবাসীরা এদিন জানিয়েছেন, এরপরেও যদি রেল কর্তৃপক্ষ এই গেট বন্ধ করার চেষ্টা চালায় তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।