---Advertisement---

মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বর্ধমান পুলিশের অভিনব প্রচার উদ্যোগ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মাস্ক মাস্ট – জনসাধারণের কাছে এই বার্তাকে আরো বেশি করে পৌঁছে দিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সকাল থেকে রাত পর্যন্ত কার্যত জোরদার প্রচার অভিযান শুরু করেছে। এতদিন রাত ৯টার পর থেকে বিনা কারণে রাস্তায় বেরোনো মানুষকে দাঁড় করিয়ে পুলিশ সচেতন করছিল। প্রয়োজনে মাস্ক না পড়ে যাঁরা রাস্তায় বেড়িয়েছেন তাঁদের মাস্ক পরিয়ে দিয়েও সতর্ক করেছে পুলিশ। এবার খোদ দিনের বেলায় মোটর সাইকেল নিয়ে মাইক হাতে রাস্তায় ঘুরে ঘুরে পুলিশ সাধারণ মানুষকে মাস্ক পরে রাস্তায় বেরোনোর বিষয়ে প্রচার চালাতে শুরু করল। বুধবার বর্ধমান শহরের কোর্ট চত্বর এরিয়ায় এমনই অভিনব দৃশ্য দেখা গেল।

বিজ্ঞাপন
 

প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ বর্ধমানের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে দিনে রাতে পুলিশ পথ চলতি সাধারণ মানুষকে মাস্ক পরা বাধ্যতামূলক – এই প্রচার চালাচ্ছে। পাশাপাশি বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করাও বাধ্যতামূলক তাও প্রচার করছে পুলিশ। কিছু ক্ষেত্রে জরিমানার কবলেও পড়ছেন বাইক আরোহীরা। তবুও সার্বিকভাবে সকলে সচেতন হচ্ছেন না বলেই মনে করছেন জেলা প্রশাসন। করোনার সংক্রমণে অনেকটাই লাগাম টানা গেলেও ফের মানুষের অসচেতনতায় করোনা ভাইরাসের প্রকোপ যখন তখন বাড়তে শুরু হতে পারে এই আশঙ্কা ইতিমধ্যেই প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর। আর তাই কোনো রকম ঢিলেমি না দিয়ে প্রশাসন এই পরিস্থিতিকে কড়া হাতেই মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।  
See also  বর্ধমানে জেলা কমিটির বৈঠকে দলবদলুদের নিয়ে সতর্ক করলেন তৃণমূলের নতুন সভাপতি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---