বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাজ্য সরকারের নির্দেশে পূর্ব বর্ধমান জেলায় গঠিত হল বিশেষ টাস্ক ফোর্স। সোমবার থেকেই এই টাস্ক ফোর্স গঠন করার পর গোটা জেলা জুড়েই করোনা ভাইরাস নিয়ে মাস্ক সহ অন্যান্য সামগ্রীর অবৈধ মজুদ এবং কালোবাজারি রুখতে শুরু হয়েছে হানাদারিও।
করোনা নিয়ে গোটা দেশ জুড়ে আতংকের জেরে বাজারে মাস্কের কালোবাজারি নিয়েও অভিযোগ উঠতে শুর করেছে। এরই পাশাপাশি স্যানিটাইজার নিয়েও লাগাতার অভিযোগ উঠতে শুরু করেছে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বর্ধমান শহরের বেশ কয়েকটি পাইকারী ওষুধ ও সার্জারির দোকানে হানা দেন।
ডেপুটি ম্যাজিষ্ট্রেট পূজা দেবনাথ জানিয়েছেন, এদিন তাঁরা বেশ কয়েকটি দোকানের স্টক এবং তাঁদের বিক্রির বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। কোথাও কোনো বেশি দাম নেওয়ার তাঁরা প্রমাণ পাননি। তবে এরকম কোনো প্রমাণ পেলে অত্যাবশ্যকীয় পণ্য আইনানুসারে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।