বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের প্রকোপে অসহায়, দুঃস্থ, গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ। পূর্ব বর্ধমান জেলা থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে অকাতরে দান করেছেন সরকারি,বেসরকারি সংস্থা থেকে বিভিন্ন সমাজসেবী সংগঠন, মানুষ এমনকি ছাত্রছাত্রীরাও। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, ইতিমধ্যে দান হিসাবে এই জেলা থেকে প্রায় দু কোটি টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।
এরই মধ্যে শুত্রুবার বর্ধমান পৌরসভার অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে জেলাশাসকের হাতে তুলে দেওয়া হলো আঠারো হাজার একশ টাকার চেক। কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঠিন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই তাঁদের স্বল্প বেতনের থেকে কেটে এই সামান্য টাকা জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে। কর্মচারীরা জানিয়েছেন, এই উদ্যোগে সামিল হতে পারে তাঁরা খুবই খুশি।