মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪ লক্ষ ৫১ হাজার টাকা দান বর্ধমানের ব্যবসায়ীদের

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: করোনা উদ্ভুত পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছেন। একইসঙ্গে খোলা হয়েছে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলও। ইতিমধ্যেই এই তহবিলে যার যেমন সামর্থ্য তাঁরা অর্থও প্রদান করছেন।
সোমবার বর্ধমানের চাঁদমল ট্রাষ্টের পক্ষ থেকে ২ লক্ষ ৫১ হাজার টাকা দেওয়া হল। এরই পাশাপাশি এদিন বর্ধমান শহরের সিটি টাওয়ারের দুই কর্ণধার রণধীর সিং ভুতুরিয়া ও বংশীবদন সাম এই তহবিলে দান করলেন ২ লক্ষ টাকা। এদিন পুর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীর হাতে তাঁরা এই দুটি চেক তুলে দেন।
রণধীর বাবু জানিয়েছেন, করোনা সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভাল কাজ করে চলেছেন। এই মুহূর্তে বিভিন্ন পরিস্থিতিতে আটকে পড়া মানুষদের অন্নসংস্থান, চিকিৎসা পরিষেবা দেওয়াই মুখ্য উদ্দেশ্য। আর সেই কাজে মুখ্যমন্ত্রীর হাত কে শক্ত করতে এই সামান্য অর্থ জেলাশাসকের মাধ্যমে ত্রাণ তহবিলে দেওয়া হল।

Recent Posts