---Advertisement---

মেমারিতে এস টি এফের জালে মাদক কারবারি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: ৫ কেজি মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স। সোমবার রাতে পূর্ব বর্ধমানের রসুলপুর থেকে সুনীল হাওলাদার নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামে। সুনীল হাওলাদার চারচাকা করে বর্ধমানের দিক থেকে জিটি রোড ধরে মেমারি মুখে যাচ্ছিল। স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীরা আগাম খবর পেয়ে তাকে রসুলপুরে আটক করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আটক মাদকের আর্থিক মূল্য বহু কোটি টাকা। ধৃতকে নিয়ে ইতিমধ্যেই কলকাতা রওনা দিয়েছে এসটিএফ।

বিজ্ঞাপন
See also  আদালতে মুখ পুড়ল পুলিশের, সাজানো ছিনতাইয়ের মামলায় বেকসুর খালাস আরামবাগ টিভির দুই সাংবাদিক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---