ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কলকাতা থেকে আসানসোল যাবার পথে সোমবার সকালে পালশিটে ২নং জাতীয় সড়কে কানাইডাঙ্গা ব্রিজের গার্ডওয়াল ভেঙে যাত্রী সহ দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খালে পড়ে যায়। অভিযোগ চালকের অসতর্কতায় এই দুর্ঘটনা। দুর্ঘটনায় কমবেশি সাতজন যাত্রী গুরুতর জখম হয়। জখম যাত্রীদের উদ্ধার করে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে অনাময় সুপার স্পেশালিটি হসপিটালে স্থানান্তর করা হয়। ভয়াবহ এই বাস দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার বিরুদ্ধে একাধিক গাফিলতি ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে।
অভিযোগ, দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার উদাসীনতাতেই দিনের পর দিন মেয়াদ উত্তীর্ণ কাগজে চলছে বাস পরিষেবা। এই সরকারি বাস গুলিতে প্রত্যেকদিন শয়ে শয়ে মানুষ গাঁটের কড়ি খরচ করে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করছে। তারা জানেনই না একাধিক বাসের আদপেই কোন ইন্সুরেন্স ও ফিটনেস সার্টিফিকেট নেই, এর ফলে বাস গুলি দূর্ঘটনাগ্রস্থ হলে যাত্রীরা কার্যত জীবন বিমার সুবিধা থেকেও বঞ্চিত হবেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবহন দপ্তর ও দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার উদাসীনতায় শয়ে শয়ে চলা সরকারি বাসের কোন রকম ফিটনেস পরীক্ষা হয় না, দেখা হয় না কোন কাগজপত্রও।