ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: রবিবার সকালে এক অজ্ঞাত পরিচয় যুবতীর আধপোড়া, অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জামালপুর থানার জড়গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ গ্রামের কয়েকজন দেখতে পান নারায়ণপুর গ্রামের পাশে একটি ফাঁকা জায়গায় একজন মহিলার পোড়া দেহ পরে রয়েছে। জামালপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।
বিজ্ঞাপন
গ্রামবাসীদের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই মহিলাকে প্রথমে খুন করে প্রমান লোপাটের জন্য শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। কোনো কারণে মহিলার দেহ সম্পূর্ণ ভাবে পুড়ে যায়নি। এদিকে মৃতদেহ উদ্ধারের পরই জামালপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।