রক্তের সংকট মেটাতে মঙ্গলকোট থানায় রক্তদান শিবির

ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: রক্ত সংকট মেটাতে মঙ্গলকোট থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মঙ্গলকোট থানার উদ্যোগে এই রক্তদান শিবিরে এদিন প্রায় ১৫০ জন পুলিশ কর্মী রক্ত দান করেন।

এই রক্ত তুলে দেওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালের হাতে। করোনা পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা রক্তদান শিবির করেননি। তাই ব্লাডব্যাংক গুলোতে রক্ত সংকট রয়েছে। রক্ত সংকট মেটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পিন্টু মুখার্জি।

এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, পূর্ব বর্ধমান জেলার গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই, মঙ্গলকোট ব্লক এর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, সহ মঙ্গলকোট থানার সমস্ত পুলিশ আধিকারিকবৃন্দ। প্রসঙ্গত এদিন রক্তদাতা দের হাতে সবুজায়নের লক্ষ্যে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।