রাজস্ব ও সেস খাতে ১৯কোটি আয় পূর্ব বর্ধমান জেলার, জরিমানা বাবদ একমাসে আয় ১কোটি ১০লক্ষ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ২০২১-২২ আর্থিক বছরের ৪ অক্টোবর থেকে চলতি বছরের ১ফ্রেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব ও সেস খাতে রেকর্ড প্রায় ১৯কোটি টাকা আয় করল পূর্ব বর্ধমান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। পাশাপাশি চলতি বছরের প্রথম মাসেই অবৈধ বালির গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমে জরিমানা বাবদও রেকর্ড প্রায় ১কোটি ১০লক্ষ টাকা আদায় করেছে দপ্তর। পাশপাশি ২৫৭ টি চালানবিহীন বালির গাড়ি আটক করা হয়েছে জেলার বিভিন্ন ব্লক থেকে। 

বিজ্ঞাপন

 জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ও অতিরিক্ত জেলাশাসক ঋদ্ধি ব্যানার্জি জানিয়েছেন, এই রাজস্ব খাতে এই আয় মূলত বালি ঘাট লিজ সংক্রান্ত বিষয়ের। অন্যদিকে, বালি চুরি ও ওভারলোডিং বন্ধ করতে পারলে দপ্তরের রাজস্ব আরো কয়েক কোটি বাড়বে বলে মনে করছেন আধিকারিকেরা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রবণতা ঠেকাতে প্রতিদিন বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। জরিমানাও করা হচ্ছে। এখনও যে সব বালি ঘাট নিলাম হয়নি, সেগুলিকে দ্রুত নিলামে তোলার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন