ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য যে স্টুডেণ্ট ক্রেডিট কার্ড বা এডুকেশন লোন চালু করেছেন, পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত মাত্র ৩০০ জন ছাত্রছাত্রী সেই লোনের জন্য আবেদন করেছেন। আর রাজ্যের নিরিখে এই জেলায় এডুকেশন লোনের চাহিদা অপেক্ষাকৃত কম থাকায় এবার বিশেষভাবে নজর দিতে চলেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুদিন ধরে ডিষ্ট্রিক্ট রিভিউ মিটিং শেষে একথা জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াংকা সিংলা।
উল্লেখ্য ভোটের আগে থেকে জেলার প্রতি মাসের প্রশাসনিক রিভিউ মিটিং বন্ধ ছিল। বুধ ও বৃহস্পতিবার দুদিন ধরে ফের এই রিভিউ মিটিং করা হল দীর্ঘদিন পরে। এদিন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, এখন থেকে প্রতি মাসে ফের চালু হচ্ছে এই রিভিউ মিটিং এবং জেলা উন্নয়ন সংক্রান্ত বৈঠক। এদিন জেলাশাসক জানিয়েছেন, জেলায় মোট ১০ লক্ষ ৭৪ হাজার ৩৩৪জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ লক্ষ ২১ হাজার ১১৪জনকে দ্বিতীয় ডোজ এবং ৩ লক্ষ ৫৩ হাজার ২২০জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলায় বর্তমান জনসংখ্যা প্রায় ৫০ লক্ষের কাছাকাছি। ফলে জেলায় ভ্যাকসিন প্রদান কর্মসূচির সার্বিক পরিস্থিতি নিয়ে রীতিমত প্রশ্ন উঠেছে। একইসঙ্গে জেলায় প্রথম ডোজ কার্যত বন্ধ থাকায় ভ্যাকসিন নিয়ে হাহাকারও শুরু হয়েছে। এব্যাপারে জেলাশাসক জানিয়েছেন, তাঁদের প্রথম লক্ষ্য দ্বিতীয় ডোজ পূরণ করা এবং বিশেষ চিহ্নিত শ্রেণীর মানুষদের ভ্যাকসিন পূরণ করা। এছাড়াও এদিন জেলাশাসক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পথের সাথী বন্ধ ছিল। সেগুলিকে ফের চালু করার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনা শুরু হয়েছে।