রাজ্যে চলে এল ১২কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বর্ধমানে এক কোম্পানি

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই শনিবার রাজ্যে চলে এল ১২কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে কলকাতায় ৪কোম্পানি, ডানকুনি তে ৫কোম্পানি, দুর্গাপুরে ২কোম্পানি এবং বর্ধমান রেল স্টেশনে ১কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নেমেছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ঠিক রাখতেই নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

 এদিন জম্মু থেকে একটি স্পেশাল ট্রেনে বর্ধমান স্টেশনে নামেন ৭২জনের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২১৬ব্যাটালিয়ন এর ইন্সপেক্টর রাজিন্দার যাদব জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের নির্দেশ পেলেই তাঁরা এলাকায় এলাকায় টহলদারী(এরিয়া ডোমিনেশন) শুরু করবেন। সূত্রের খবর, আগামী ২৪তারিখের মধ্যেই নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতে পারে। ইতিমধ্যেই ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। এবার আইনশৃঙ্খলা ঠিক রাখতে প্রথম পর্যায়ে ১২কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল রাজ্যে। বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ এবং রাজ কলেজে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানতে পারা গেছে।