ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় বুধবার গলসীর পারাজ এলাকায় রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা রাজ্য জমিয়তে উলেমায়ে এ হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ২নং জাতীয় সড়ক অবরোধ কর্মসূচীতে কোভিড ভ্যাকসিনের গাড়ি আটকে যাওয়ায় তীব্র সমালোচনা করে গেলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা। বৃহস্পতিবার বর্ধমানের আমড়া গ্রামে কৃষক সুরক্ষা অভিযানে অংশ নিতে রাহুল সিনহা এদিন সকালে আসেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে একহাত নিয়ে রাহুল সিনহা বলেন, রাজ্যে ঠিকঠাক সরকার থাকলে উনি গ্রেপ্তার হতেন। এই ঘটনায় তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে মন্ত্রীসভা থেকে বার করে দেওয়া উচিত ছিল। একজন দায়িত্বশীল মন্ত্রীর এহেন উক্তির জেরে তাঁকে গ্রেপ্তার করে জেলা পাঠানো উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে, বাংলায় কোনো ঠিকঠাক সরকার চলছে না, একটা এলেমেলো সরকার চলছে।