ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাত পোহালেই সোমবার বর্ধমানে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা। আগামী ১৭ এপ্রিল পূর্ব বর্ধমান জেলায় ৮টি আসনে ভোট। ২২ এপ্রিল বাকি ৮টি আসনে ভোট হবে। আর গোটা পূর্ব বর্ধমান জেলার ১৬টি আসনকেই পাখির চোখ করে ইতিমধ্যেই গেরুয়া শিবির মাটি কামড়ে লড়াই শুরু করে দিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা থেকে শুরু করে বিজেপিতে সদ্য যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী, অভিনেতা হীরণ রীতিমত চষে বেড়াচ্ছেন কৃষি অঞ্চলের মাটি। বিনা যুদ্ধে এক ইঞ্চি লড়াইও ছাড়তে রাজী নয় গেরুয়া শিবির। আর সেই লড়াইকে আরও উজ্জীবিত করতে সোমবার বর্ধমানের তালিতে সাই কমপ্লেক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা।
কারণ রবিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় বর্ধমানে রোড শো-করে কর্মীদের চাঙ্গা করে গেছেন। আর সোমবার প্রধানমন্ত্রী বর্ধমানে – ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে বর্ধমানের ভোটের হাওয়া রীতিমতই উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি সূত্রে জানা গেছে, কমবেশি প্রতিটি বিধানসভা এলাকা থেকেই ৩০ থেকে ৩৫ হাজার করে জমায়েতের লক্ষ নেওয়া হয়েছে। সকাল ৮টার মধ্যে সভাস্থলে সবাইকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।