রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট, বর্ধমানের ৮ বিধানসভায় ১৪৯ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাত পোহালেই পূর্ব বর্ধমান জেলায় গলসী, ভাতার, আউশগ্রাম, মঙ্গলকোট, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কেতুগ্রাম এবং কাটোয়া বিধানসভার ভোট গ্রহণ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ৮টি বিধানসভার ২৮৩১টি বুথকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। এই ৮টি কেন্দ্রের ভোট কে ঘিরে কোনোরকম অপ্রীতিকর অবস্থার যাতে সৃষ্টি না হয় সেজন্য নির্বাচন কমিশন ১৪৯ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল। 

বিজ্ঞাপন
একইসঙ্গে মোতায়েন করা হল প্রায় ৪৯০০ রাজ্য পুলিশকেও। এই ৮টি বিধানসভায় রয়েছেন মোট ৪৩জন প্রার্থী। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ৮টি বিধানসভায় রয়েছে মোট ২৮৩১টি বুথ। মোট ভোটার রয়েছেন ২০ লক্ষ ২৬ হাজার ২৭৫জন। তার মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৯ লক্ষ ৯০ হাজার ১৯৭জন এবং পুরুষ ভোটার রয়েছেন ১০ লক্ষ ৩৬ হাজার ৩৯জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৯জন। এই ৮টি বিধানসভার জন্য ১৩ হাজার ৫৭৭জন ভোট কর্মীকে নিয়োজিত করা হয়েছে। 

আরো পড়ুন