ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: এ যেন সাপের ছুঁচো গেলার মতো ব্যাপার। মালিকবিহীন চারটে ছাগল কে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে এসে থানায় রাখার পর তাদের রক্ষণাবেক্ষণের ঝামেলা পোয়াতে বেজায় বিপাকে পড়েছেন পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ।অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে ছাগলের মালিকের খোঁজে রীতিমত চারদিকে খবর দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে। এরই মধ্যে সমস্যা আরো বেড়েছে। কারণ একটি স্ত্রী ছাগল আবার দুটো বাচ্চার জন্ম দিয়েছে। ফলে ভাতার থানার পুলিশের এখন ছাগল নিয়ে কার্যত নাজেহাল অবস্থা।
আর এরজন্য রীতিমতো দুজন সিভিক ভলান্টিয়ার কে দেখাশোনার দায়িত্ত্বও দেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো গতকাল একটি ছাগল আবার দুটি বাচ্চার জন্ম দিয়েছে। ফলে ছাগল নিয়ে হিমশিম অবস্থা এখন ভাতার থানার পুলিশের। পুলিশ চাইছে, যত তাড়াতাড়ি ছাগলগুলোকে তাদের মালিক এসে সঠিক প্রমান পেশ করে থানা থেকে নিয়ে যাক।