ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পুজোর আর মাত্র হাতে গোণা ৪২দিন বাকি। করোনা আবহের জেরে গতবছর থেকেই রীতিমত গোটা রাজ্যবাসীর মুখ ভার। কিন্তু তা সত্ত্বেও কিছুটা তৃতীয় ঢেউয়ের ঝুঁকি নিয়েই এবারও শুরু হয়ে গেল বিভিন্ন ক্লাবের খুঁটিপুজো। সোমবার জন্মাষ্টমীর দিনেই বর্ধমান শহরের পদ্মশ্রী সংঘ, পারবীরহাটা নিবেদিতা সংঘ, আনন্দপল্লী দুর্গাপুজো কমিটি, জুবিলী সংঘ, খালুইবিল মাঠ দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে খুঁটি পুজো হয়ে গেল। রবিবার মেমারীর পাল্লারোড পল্লী মঙ্গল সমিতিও তাদের খুঁটি পুজো করেছেন।
তিনি জানিয়েছেন, এখনও নিশুতি রাতে দুটি শিয়াল এবং একটি বিশালাকার গোখরো সাপ তাঁদের এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। তবে তারা কোনো ক্ষতি করে না। তাপসবাবু জানিয়েছেন, মামলা মোকদ্দমায় একে একে তাঁদের প্রচুর সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে। জমিদারীত্বের সেই জৌলুস অনেকদিনই নষ্ট হয়ে গেছে। তবুও পারিবারিক ঐতিহ্য মেনে এখনও তিনি টিকিয়ে রেখেছেন দুর্গাপুজোকে। আগে মোষ, ছাগ বলি হত। এখন ফল বলি হয়। নবমীর দিন এলাকার মানুষদের দরিদ্র নারায়ণ সেবা করা হয় ষোলোআনা দান সহ। মা চণ্ডীর মন্দিরে রয়েছেন পারিবারিক কুলদেবতা নারায়ণ এবং শিব।