---Advertisement---

রায়নায় পথ দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু, শোকের ছায়া

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসাথে মৃত্যু হল মা ও ছেলের। দুর্ঘটনাটি ঘটেছে 

বিজ্ঞাপন
রায়না থানার অন্তর্গত রায়না বাসস্ট্যান্ড এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন রায়না হসপিটাল থেকে মা কে নিয়ে ছোটবৈনানে বাড়ি ফেরার পথে একটি লরি তাদের মোটর সাইকেল কে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে। 
স্থানীয় বাসিন্দাদের সহয়তায় গুরুতর জখম দুজনকেই উদ্ধার করে রায়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম সত্যপ্রসন্ন চক্রবর্তী, বয়স ৩৩ বছর। মায়ের নাম সাগরিকা ভট্টাচার্য চক্রবর্তী। সাগরিকা দেবী রায়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। সত্যপ্রসন্ন বাবু স্কুল শিক্ষক বলে জানা গেছে। রায়না থানার পুলিশ ঘাতক লরিটির খোঁজে তল্লাশি শুরু করেছে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
                                               ছবি – ইন্টারনেট
See also  লক্ষ্য বিধানসভা ভোট, মুখ্যমন্ত্রীর নির্দেশে ৭ দিনের মধ্যে গঠিত হল রাজ্য সরকারী কর্মচারীদের নতুন জেলা কমিটি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---