সুব্রত চক্রবর্তী, মেমারি: সাতসকালে হাওড়া বর্ধমান মেন লাইন শাখার নিমো স্টেশনের কাছে রেলে মাথা দিয়ে আত্মহত্যা করলেন বছর ৩৫ এর এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম লক্ষীকান্ত মুর্মু। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি মেমারি থানার মহেশডাঙ্গা কামারপাড়া এলাকায়। তাঁর বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তির সঙ্গে গতকাল রাতে তার স্ত্রীর বচসা হয়, শনিবার ভোর বেলায় স্টেশন সংলগ্ন রেললাইন থেকে তার দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রেল পুলিশের অনুমান, অভাবের তাড়নায় পারিবারিক বচসা থেকেই এই মর্মান্তিক পরিণতি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।