---Advertisement---

লকডাউনের মাঝেই খণ্ডঘোষে সাতসকালে বোমা উদ্ধার, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ: খণ্ডঘোষের বাদুলিয়ায় একই পরিবারের দুজন করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা ব্লক জুড়ে। সিল করে দেওয়া হয়েছে গোটা গ্রাম। আর এরই মধ্যে শনিবার সাত সকালে খণ্ডঘোষের শাঁকারী ১ গ্রাম পঞ্চায়েতের হুড়িয়া গ্রামে বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মাঝেরপাড়া গ্রামের কয়েকজন লক্ষ্য করেন সেখ হানিফ নামে এক ব্যক্তির বাড়ির সামনে রাস্তার পাশে বারান্দায় বোমা জাতীয় কিছু রাখা রয়েছে। এরপর এই খবর ছড়িয়ে পড়ে গ্রামে। খবর দেওয়া হয় খণ্ডঘোষ থানায়। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বোমাটি। পুলিশ সূত্রে জানা গেছে, এটি একটি তাজা ক্রুড বোমা ছিল। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গ্রামে। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 
এদিকে, লকডাউনের মাঝে কিভাবে গ্রামের মধ্যে বোমা এলো সেই নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কে বা কারা এই বোমা নিয়ে এলো তা নিয়েও শুরু হয়েছে চর্চা। 
See also  বন্ধ বাড়িতে পাঁচ মাস আগের চুরির কিনারা করল ভাতার পুলিশ, উদ্ধার ৭৮গ্রাম সোনার গহনা, গ্রেপ্তার ৪
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---