ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ২০২০সাল থেকে কোভিড পরিস্থিতির কারণে গত দু’বছর ধরে বন্ধ রাজ্যের স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে, রাজ্য সরকার কোভিড বিধির দোহাই দিয়ে বাজার-হাট থেকে পানশালা, মেলা-খেলা সবকিছুর ছাড় দিয়ে রেখেছে। স্কুল কলেজ বন্ধ থাকায় পড়ুয়ারা বিপথগামী হয়ে পড়ছে। শিক্ষার পরিবেশ নষ্ট হতে বসেছে। আর এই সমস্ত দাবিকে সামনে রেখেই বৃহস্পতিবার বর্ধমানে পথে নামল এসএফআই(student federation of India) এর জেলা শাখা।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসের সামনে প্রতীকি ক্লাস রুমের আদলে ছাত্রছাত্রীদের ক্লাস করিয়ে প্রতিবাদ জানালো তারা। ছাত্র সংগঠনের নেতৃত্বরা এদিন জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নিচে বসে ক্লাস করতে রাজি হলেও তাতে ভ্রুক্ষেপ নাই মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রীর। শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকলে মানবসম্পদ ধংস হয়ে যাচ্ছে বলে তাদের অভিযোগ।
অবিলম্বে কোভিড বিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করার দাবিতেই এদিন সোচ্চার হয় সংগঠন ও ছাত্রছাত্রীরা।