---Advertisement---

শুত্রুবার থেকে খুলে যাচ্ছে রমনা বাগান জুলজিক্যাল পার্ক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: করোনা অবহকে পিছনে ফেলে রেখে ফের বাঘ,ভাল্লুক, হরিণের মুখোমুখি হওয়ার সুযোগ আগামীকাল কাল অর্থাৎ শনিবার থেকে পেয়ে যাচ্ছেন পশু ও প্রকৃতিপ্রেমী বর্ধমানের সাধারণ মানুষ। করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার থেকে খুলতে চলেছে বর্ধমানের জ্যুওলজিক্যাল পার্ক তথা রমনাবাগান চিড়িয়াখানা। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই এই অভয়ারণ্য খোলা হবে বলে এদিন জানিয়েছেন জেলা মুখ্য বনাধিকারিক দেবাশীষ শর্মা।

বিজ্ঞাপন

 দেবাশীষ বাবু জানিয়েছেন, করোনাকে মাথায় রেখেই ইতিমধ্যেই অনলাইন টিকিট কেটে দর্শকদের ঢোকার ব্যবস্থা করেছেন এই জুলজিক্যাল পার্কে। পাশপাশি সকলের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক। দর্শকদের মানতে হবে সামাজিক দুরত্বও। এমনকি পশু পক্ষীদের জন্য নির্দিষ্ট এনক্লোজারের রেলিংয়েও হাত দেওয়া যাবে না বলে ঘোষণা করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।

 সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ইতিমধ্যেই পার্কের গেটের মুখে বসানো হচ্ছে স্যানিটাইজার মেশিন। বাড়তি নিরাপত্তার জন্য বাড়ানো হচ্ছে নিরাপত্তা কর্মীর সংখ্যাও। বনবিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিনই সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে এই চিড়িয়াখানা।

See also  রসিকপুর কাণ্ডের তদন্তে এল ফরেন্সিক দল, এখনও অধরা দুষ্কৃতিরা,কঠোর শাস্তি চাইছেন নিহত শিশুর পরিবার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---