ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: গত দুদিন ধরে ভয়াবহ আগুনে জ্বলছে শুশুনিয়া পাহাড়ের বনাঞ্চল। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আর এরই মাঝে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বড়জোড়া বাজারে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
প্রাথমিক ভাবে অনুমান করা যাচ্ছে শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন চলতে থাকায় হতাহতের খবর না থাকলেও, আগুনে একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয় ক্ষতির পরিমাণ এখনই সঠিক করে জানা যায়নি।
এদিকে দমকলের গাড়ি দেরিতে পৌঁছনোয় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে একদিকে শুশুনিয়া অন্যদিকে বড়জোড়া – বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে জেলা জুড়ে।