ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: সরকারি সহায়ক মূল্যে স্থানীয় এলাকার চাষীদের ধান নিচ্ছে না রাইস মিল, উল্টে বাইরের রাজ্য থেকে কতিপয় ব্যবসায়ী এসে ধান বেচে চলে যাচ্ছে গলসির একাধিক রাইস মিলে। আর এই অভিযোগ কে সামনে রেখেই গত তিনদিনে দুবার চাষীরা গলসির বিভিন্ন রাইস মিলের সামনে বিক্ষোভে সামিল হলেন। বৃহস্পতিবারের পর শনিবার ফের গলসির ভদ্রেশ্বর মিলে গিয়ে ক্ষোভে ফেটে পরলেন পারাজ ও শিড়রাই অঞ্চলের চাষিরা।
এদিনও সকালে এলাকার বেশ কিছু চাষি ভদ্রেশ্বর রাইস মিলের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের সঙ্গে মিল কর্তৃপক্ষ আলোচনা করার প্রস্তাব দেয়। কিন্তু আলোচনা চলাকালীন কিছু বিক্ষুব্ধ চাষি মিলের ভিতরে ঢুকে এলাকার বাইরে থেকে আসা ধানের গাড়ি বের করে দেবার চেষ্টা করে। উত্তেজিত চাষীদের সঙ্গে মিল কর্তৃপক্ষ শেষমেষ কথা বলে এদিনই বিকেলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে চাষিরা ফিরে যায়।