সরকারী প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী স্বপন দেবনাথ

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সামনেই বিধানসভা ভোট। আর তাই ভোটের আগে পূর্ব বর্ধমান জেলার দলের নেতাদের নিয়ে সরকারী কাজকর্ম সম্পর্কে আরও গতি আনতে এবং কোথায় কোথায় কি কি কাজ এখনও বকেয়া পড়ে রয়েছে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করে গেলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন দেবনাথ।

মঙ্গলবার বর্ধমান জেলা পরিষদে স্বপনবাবু জানিয়েছেন, পথশ্রী, কর্মসাথী, বিধায়ক তহবিলের কাজ, সর্বশিক্ষা প্রকল্প খাতে বরাদ্দ কাজ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের হাঁস, মুরগী, ছাগল বিতরণ সহ বিবিধ দপ্তরের কাজকর্ম নিয়ে তিনি এদিন পর্যালোচনা করেন। স্বপনবাবু জানিয়েছেন, বিধায়ক তহবিলের টাকা কত কি পড়ে রয়েছে, কোন কোন কাজ অসমাপ্ত রয়েছে তা দ্রুত শেষ করার জন্য এদিন বলা হয়েছে।

এদিন বৈঠকে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার, জেলা পরিকল্পনা আধিকারিক প্রমুখরা। স্বপনবাবু জানিয়েছেন, কর্মসাথী প্রকল্পে ২ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে। যার মধ্যে ১ লক্ষ টাকা সরকারী ভর্তুকি। পুজোর আগে বেকাররা যাতে এই কর্মসাথী প্রকল্পের সুযোগ পেতে পারেন এদিন তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

Recent Posts