---Advertisement---

সাংবাদিকদের নিয়ে কুরুচিকর মন্তব্য বিধায়কের, আলোড়ন বর্ধমানে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান দক্ষিণের নব নির্বাচিত তৃণমূল বিধায়কের বক্তব্য ঘিরে তৈরি হল তুমুল বিতর্ক। ২৬জুন বর্ধমানের ৬নং ওয়ার্ডের ভদ্রপল্লী এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিধায়ক খোকন দাস মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় বলেন, ‘এবারেও আমরা সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্ষমতায় এসেছি। আর একটা রাজনৈতিক দল সাংবাদিকদের টাকা দিয়ে, পয়সা ছড়িয়ে, মদের বোতল দিয়ে ভেবেছিল ক্ষমতা দখল করবে। এভাবে ক্ষমতা দখল করা যায়না। কারণ বাংলার নেত্রী সব মানুষের মনে রয়েছেন।’

বিজ্ঞাপন
আর বিধায়কের এই বক্তব্যের পরই জেলা জুড়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা কমিটির সহ- সভাপতি প্রবাল রায় বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি যে কথা বলেছেন আমি তার তীব্র নিন্দা করছি।’ তিনি আরো বলেন, ‘সাংবাদিকদের আমরা গণতন্ত্রের একটা স্তম্ভ বলে মনে করি। আমরা তাদের টাকা বা মদের বোতল দিয়ে কেনবার  কথা ভাবতেও পারিনা। বরং বিধায়ক হবার জন্য তারা যে পথ নিয়েছিলেন সেটা ওরাই বলতে পারবেন।’
উল্লেখ্য, অপছন্দ হলেই অতীতেও রাজনীতিকরা সাংবাদিকদের বিভিন্ন সময়ে নিন্দামন্দ করেছেন। গত বছর সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের ‘দু পয়সার’ যোগ্য বলে জনসমক্ষে জানিয়েছিলেন। সেই সময় রাজ্যজুড়ে সেই মন্তব্যের প্রতিবাদে ঝড় ওঠে। এবারে বর্ধমান দক্ষিণের বিধায়কের মন্তব্য ফের সেই স্মৃতিকে উস্কে দিলো। ইতিমধ্যেই খোদ তৃণমূলের অন্দরেই এই বক্তব্যের বিরোধিতা শুরু হয়েছে। অনেকেই জানিয়েছেন, রাজনীতি আর আবেগ সমান বিষয় নয়। একজন বিধায়ক হিসেবে কোথায়, কতটুকু বলা উচিত টা তাঁর জানা উচিত ছিল।

শনিবার বর্ধমান পুরসভার ৬ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লকডাউনে বিপদে পড়া মানুষের জন্য খাদ্যসামগ্রী বিলির একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে খোকন দাস সাংবাদিক দের নিয়ে যে মন্তব্য করেন তা নিয়েই গোটা জেলা জুড়ে আলোড়ন পড়েছে।
See also  বিজেপির পূর্ব বর্ধমান জেলার প্রার্থী ঘোষিত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---