ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বুধবার থেকে পূর্ব বর্ধমান জেলার সদর উত্তর ও সদর দক্ষিণ মহকুমা জুড়ে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। আর দীর্ঘদিন পর ফের ভোটের মরশুমে ময়দানে দেখা মিলছে বিজেপির বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ সুরেন্দ্রজিত সিংহ অহলুবালিয়াকে। বুধবার তিনি জামালপুর, রায়না, খণ্ডঘোষ সহ বর্ধমান শহরের পরিবর্তন যাত্রায় সামিল হয়েছিলেন। বৃহস্পতিবারও বর্ধমান ২নং ব্লক জুড়ে পরিবর্তন যাত্রায় তিনি রয়েছেন। এদিকে, দীর্ঘদিন পর বিজেপি সাংসদকে ফের ময়দানে দেখতে পাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আর তারই মাঝে বুধবার সন্ধ্যায় বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠান মঞ্চে একপ্রস্থ নাটকও দেখলেন বর্ধমান বাসী।
এদিন কার্জন গেটের সামনে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি সভার। এই সভায় হাজির ছিলেন তৃণমূল ত্যাগী সাংসদ সুনীল মণ্ডল, বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ জেলা নেতৃবৃন্দ। এদিন মঞ্চে অহলুবালিয়াকে অতিথি হিসাবে বরণ করার কথা ঘোষণা করেন বিজেপির জেলা সম্পাদক প্রবাল রায়। আর তাতেই ক্ষীপ্ত হয়ে ওঠেন সাংসদ অহলুবালিয়া। তিনি প্রতিবাদ করে জানান, তিনি অতিথি নন, তিনি জনপ্রতিনিধি। কার্যত, বার কতক ঘোষক প্রবাল রায় অহলুবালিয়াকে অতিথি হিসাবে ঘোষণা করায় একসময় রীতিমত উত্তেজিত হয়ে মঞ্চ ছেড়ে চলে যাবারও হুমকি দেন অহলুবালিয়া। আর এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।