ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: খণ্ডঘোষের পর এবার গলসি-১ ব্লকে ঢুকে পড়ল দলছুট হাতি। শুত্রুবার সকাল থেকেই হাতির হানায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন গলসির বেশ কয়েকটি গ্রামের চাষীরা। বনদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাঁকুড়ার দিক থেকে দামোদর নদ পেরিয়ে দলছুট হয়ে একটি হাতি গলসির পোতনা গ্রামের কৃষি জমিতে চলে আসে। রাতেই খবর যায় বনদপ্তরে এবং গলসি থানায়।
ঘন জনবসতি থাকায় ভোর থেকেই গলসি থানার পুলিশ এসে এলাকার চারিদিক ঘিরে দেয়। এদিকে ধান ভর্তি জমিতে দাপিয়ে বেড়াতে থাকে হাতিটি। হাতিটি জমিতে দাড়িয়ে থাকায় এবং শুয়ে পরার ফলে প্রায় পাঁচ সাত বিঘা জমির ধান নষ্ট হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত চাষিরা। পাশাপাশি হাতিটির দৌরাদড়ির ফলে আরও বেশ কিছু জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
এদিকে এদিন সকাল থেকেই হুলা পার্টির দুটি দল নিয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের অধিকারিকরা। হাতিটিকে তারাই তাড়িয়ে শিড়রাই, মল্লাসারুল ও রামনগর গ্রামের পশ্চিম দিকের মাঠ হয়ে দামোদরের বাঁধের কাছে নিয়ে যায়। সেখানে থেকে নদী পার করে তাকে বাঁকুড়া জঙ্গলে পাঠানো হবে বলে জানিয়েছেন বনদপ্তরের এক আধিকারিক।