---Advertisement---

সাতসকালে বর্ধমানে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বৃহস্পতিবার সাতসকালে বর্ধমান শহরের মেহেদিবাগান এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বজরংবলী মন্দিরের পাশে জি টি রোডের ধারে এদিন সকাল ৬টা নাগাদ এলাকার মানুষ এক যুবককে পরে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম তাপস রাম। বয়স আনুমানিক ৩৩বছর। বাড়ি শহরের বাদশাহী রোড এলাকায়। যুবকের মুখে, গলায় বেশ কয়েকটি ক্ষত দেখা গেছে। মোটরসাইকেলটিও ভাঙা অবস্থায় পরে ছিল যুবকের দেহের পাশেই। 

বিজ্ঞাপন
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, যুবক মদ্যপ অবস্থায় ছিল। মোটরসাইকেল নিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দেওয়ালে ধাক্কা মারে। মোটরসাইকেলটি ভেঙে যায়। যুবকের শরীরেও আঘাত লাগে। পুলিশ সূত্রে জানা গেছে, যুবকটি গাড়ির চালক ছিল। এদিকে সাতসকালে যুবকের দেহ উদ্ধার ঘিরে এলাকায় আলোড়ন পড়েছে। স্থানীয় বাসিন্দা এক মহিলা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগে যুবকটি সামান্য নড়াচড়া করছিল। ওই মহিলা জানিয়েছেন, সম্ভবত তার কিছুক্ষন আগেই দুর্ঘটনা ঘটেছিল। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
See also  করোনা অবহেই প্যারোলে মুক্তি রাজ্যের ২৬ বন্দির, ব্রাত্য বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---