ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: লাইসেন্সপ্রাপ্ত বন্দুক নিয়ে প্রতিবেশীকে ভয় দেখানো ও শূন্যে এক রাউন্ড গুলি চালানো কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেমারী থানার বানেশ্বরপুর এলাকায়। ঘটনায় রণজিৎ কোলে নামে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অমরেশ কোলে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে অমরেশ কোলের লাইসেন্সপ্রাপ্ত দোনলা একটি বন্দুক সহ দুটি ব্যাবহৃত গুলির খোল ও তিন রাউন্ড গুলি। বুধবার ধৃত অমরেশ কোলে কে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার একটি সাব মার্সিবেল পাম্পের জল ব্যবহার কে কেন্দ্র করে প্রতিবেশী রণজিৎ কোলের সঙ্গে অমরেশ কোলের বচসা শুরু হয়। বচসা থেকে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এরপর অমরেশ কোলে তার বাড়ি থেকে তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক নিয়ে এসে শূন্যে এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আর এরপরই রণজিৎ কোলে মেমারী থানায় গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অমরেশ কোলে কে গ্রেপ্তার করেছে।